কিছু কথা...!
ছোট বেলা থেকে ইলেকট্রনিক্সের প্রতি ভালোবাসাটা ছিল অন্য রকম। আর সব কিছুর মধ্যে ছিলাম কৌতুহলী যখন যাই পেতাম সেটাকে ভেঙ্গে দেখতাম।
তখন বয়স ছিল ৯ বছর তেমন কিছুই বুঝতে পারতাম না। কয়েকটা ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার জানতাম । তবে লাইট, মোটর এই গুলোকে ব্যাটারির সাথে সংযোগ করে চালিয়ে অনেক মজা পেতাম। তখন থেকেই ইলেট্রনিক্সের প্রতি ভালোলাগা শুরু হতে থাকে।
তাই খুব ইচ্ছা ছিল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার । অনেক সাধনার পরে সেই সুযোগটা পেলাম। কিন্তু, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে এসে দেখি সবাই ক্লাসে ইলেকট্রনিক্সের শুধু বেসিক নিয়ে কাজ করে। তাই আমার আর ক্লাস থেকে তেমন কিছুই শিখা হয়নি।
তবে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা আমার থেমে থাকেনি ( গভীর আগ্রহী হয়ে শুরু করলাম বিভিন্ন ধরণের এক্সপিরিয়েন্স, এখান থেকে সেখান থেকে, গুগুল থেকে ইলেকট্রনিক্সে সম্পর্কে জানতে শুরু করলাম। মাঝে মধ্যে বিভিন্ন ধরণের স্কিল কম্পিটিশন, হ্যাকাথনে প্রজেক্ট নিয়ে কাজ করতাম।
বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার সময় দেখতাম অনেকেই ইলেকট্রনিক্সের বিষয় গুলো ঠিক বুঝতে পারছেনা ( পড়ছে আর মুখস্থ করছে কাজের কাজ কিছুই শিখা হচ্ছেনা ) অথচ প্রযুক্তি চলছে ইলেকট্রনিক্স টেকনোলজির উপর ভিত্তি করে ।
ঠিক তখন মাথায় আইডিয়া আসলো কিভাবে ইলেকট্রনিক্সের বিষয় গুলোকে খুব সহজ করে শিখানো যায়।
এই সমস্যাগুলো সামাধান করতে আমরা একটি টিম গঠন করি। সময়টা ছিল ২০১৬-এপ্রিল মাসের ২৫ তারিখ। নাম দিয়েছিলাম ElectroMath অর্থাৎ Electronics থেকে Electro আর Mathmetics থেকে Math. এই নাম দেওয়ার কারন হচ্ছে শুধু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে ইলেকট্রনিক্স জানলে হবে না সেটাকে বাস্তব জীবনে রূপ দিতে Mathmatics অবশ্যই জানা লাগবে ।
[ইলেকট্রনিক্সে যদি ম্যাথমেট্রিক্সের ব্যবহার শিখা যায় তাহলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব]
আমরা প্রথমে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতাম পরে সেটিকে ছাত্রদেকে বুঝানো চেষ্টা করতাম ( আমাদের এই প্রচেষ্টাটি ছিল সম্পূর্ণ অফলাইন ভিত্তিক )
এখন আমরা অনলাইনের আওতায় এনে সারা বিশ্বের সামনে এই প্রচেষ্টাটি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি । ( বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ) যাতে করে তোমরা এখান থেকে সহজে ইলেকট্রনিক্স শিখতে পারো।
তোমাদের জন্য আমরা ৬টি ফ্রি কোর্চ চালু করেছি, এই কোর্চ গুলুতে আংশ গ্রহন করে সহজে ইলেকট্রনিক্সের চর্চা চালিয়ে যেতে পারবে। আরোও, থাকবে বিভিন্ন ধরনের প্রজেক্ট কিভাবে করতে হয় এবং স্কিল কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কি কি দক্ষতা অর্জন করতে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিভাবে ইলেকট্রনিক্সকে সহজভাবে শিখানো যায় “একমাত্র প্রযুক্তি পারে দেশকে সর্বোচ্চ পর্যায়ে নিতে”
গ্রীসের আনারকলি, বর্ষার অনজলী, শরতের গীতালি, হেমন্তের মিতালী,শীতের পিঠা পুলি, বসন্তের ফুল কলি,এমনি করে ভরে যাক তোমার জীবনের সবপাতা গুলি।
ধন্যবাদ তোমাকে…
[Date: May-27-2019] [Time: 12:16 AM]