ElectroMath Electronics course Microcontroller

বর্তমান যুগ আধুনিক যুগ। এই আধুনিক যুগে মাইক্রোকন্ট্রোলার  মানুষের জীবনে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। এই মাইক্রোকন্ট্রোলার দ্বারা অনেক কাজই করা যায়। বর্তমানে মাইক্রোকন্ট্রোলার বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শুরু থেকে বাসাবাড়িতে বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স যেমন টেলিফোন, সিকিউরিটি সিস্টেম, রিমোট কন্ট্রোল, টিভি, ক্যামেরা, লাইটিং কন্ট্রোল, সেলাই মেশিন, ইত্যাদিতে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার হয়ে থাকে। এ কোর্চে আমরা মাইক্রোকন্ট্রোলার এবং ইমবেডেড সিস্টেম নিয়ে আলোচনা করব।

ইলেকট্রনিক্স এর অন্যান্য কোর্স ...